Phone:(880-2)-55010300 Fax:(880-2)-8113010, 9144030

Former Micro Finance Programme of Dhaka Ahsania Mission

DAM Foundation for Economic Development

[An Institution of Dhaka Ahsania Mission]

Our Inspiration

Khan Bahadur Ahsanullah (R.)

DFED

বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে 56 টি ব্রাঞ্চের মাধ্যমে সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনার্থে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ পরিষদের এবং নির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করে এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ ও নির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংস্থার সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের সকল আর্থিক দায়-দায়িত্ব ও উক্ত কার্যক্রমের সম্পদের সত্ব সমূহ এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের জনবল ডিএফইডি সংস্থার নিকট হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যা ০১ ডিসেম্বর ২০১৪ইং তারিখ থেকে কার্যকর।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আরো জানানো যাচ্ছে যে, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীতে ১৮৬০ সালের সোসাইটিস এ্যাক্ট এর আওতায় নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, যার নিবন্ধন নং এস-১১৭৭৫ তারিখ ২৪.১০.২০১৩ এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদ প্রাপ্ত একটি প্রতিষ্ঠান, যার সনদ নং- এমআরএ-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ তারিখ ০৩.০৮.২০১৪ ইং যার বর্তমান প্রধান কার্যালয়: বাড়ি নং-135, সড়ক নং- 5, ব্লক-ক, পিসিকালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০7 ঠিকানায় অবস্থিত।

এ হস্তান্তর প্রক্রিয়ার ধারাবাহিকতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্পর্কিত যাবতীয় যোগাযোগ এখন থেকে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর সাথে উল্লিখিত ঠিকানায় করার জন্য সকলকে অনুরোধ করা হলো।